শ্রমিকের কষ্ট
আল-আমিন রানা
*========*


শ্রমিক আর দিন-মজুর-দের মূল্য কোথায় আজ ?
কত শত কষ্ট করে জীবনের বাজী নিয়ে ,
এত কষ্ট করে তারা আজ ,
শুধু অসহায় বলে ।
তাদের তরে তবুও যত লাঞ্ছনা ,
তাদের সাথে কেনো এমন টা করে ,
ওরা কি মানুষ নয় ?
শ্রমিক আর দিন-মজুর বলে ।
ওরা সামান্য শ্রমিক , ওরা তো নয় ঘুষখোর !
ওরা সামান্য শ্রমিক , ওরা তো নয় দুর্নীতি বাজ !
ওরা সামান্য শ্রমিক , ওরা তো নয় লুটেরা !
ওরা সামান্য শ্রমিক , ওরা তো নয় ডাকাত !
ওরা শ্রমিক , ওড়াও মানুষ ।


শ্রমিক আর দিন-মজুর-দের মূল্য কোথায় আজ ?
ওরা শ্রমিক , ওড়াও মানুষ ,
আছে ওদের ও ইজ্জত-সম্মান ।
তবে কেনো তাদের ললাট-এ সুখ সয় না ?
এই সমাজের কিছু নিকৃষ্ট ধনী ,
পশুর ন্যয় করে আচরণ শ্রমিকদের সাথে ;
তারা কেনো শ্রমিকদের-
মানুষ ই মনে করেনা এই ভুবনে !
ঐ সকল নিকৃষ্ট কিছু ধনী কি ভাবে
তা মম চিন্তায় আসে না
শ্রমিক আর দিন-মজুর-দের মূল্য কোথায় আজ ?
সুশীল সমাজ ভাবলে ই তারা পাবে লাজ !


শ্রমিক আর দিন-মজুর-দের মূল্য কোথায় আজ ?
অসভ্য যারা  হুস নেই তাদের ,
                    আজ বে হুস তারা ,
        ঐ ধনীদের ভাবনা চিন্তা অতি ভাজে ।
   সমাজের তরে অদ্ভুত তারা ,
  সকলের তরে ই তারা সাধু সাজে !
শ্রমিকদের ঘাম ঝরানো কর্মে আজ তাদের ফুর্তি ।
দিন রাত , রাত দিন খেটে শ্রমিক রা পায় না
তাদের কষ্টের ন্যজ্য মজুরি ।
তোমরা ধণীরা কেনো এত করছো বড়াই ,
শ্রমিকদের উপর বাহাদুরি ,
অহম তোমার গরম তুমি ,
       তোমার কেনো এতো ত্যজ ?
শ্রমিক আর দিন-মজুর-দের মূল্য কোথায় আজ ?
সুশীল সমাজ ভাবলে ই তারা পাবে লাজ !