তোমার তুলনা হয়না
আল-আমিন রানা
*========*


আমি জানি না ,
তুমি কবে কোথায় কি করে ?
স্থান করে নিলে মম হৃদয়ে ,
বেধে ফেললে মম হৃদয় তোমার হৃদয়ের সাথে -
বিনি সুতার মালা দিয়ে ।


কি করে জেনো জয় করলে ,
মম সকল দুঃখ আর কষ্টকে ;
তাইতো আজ তোমাকে এতো ভালোবাসি ।
আমি তোমাকে চাঁদের সাথে তুলনা করতে দেবো না ,
কাড়ন চাঁদ হারিয়ে যাবে আলোর মাঝে ।
আমি তোমাকে হিমালয় বলবো না ,
সেও হয়তোবা একদিন নিঃশেষ হয়ে যাবে ‘


তোমাকে বাংলার ঋতুর সাথে তুলনা করবো না
কাড়ন তারা পরিচিতা হতে থাকে ,
প্রাকৃতিক নীলা র সাথে ।
আমি তোমাকে নদীর স্রোতের সাথে তুলনা করবো না,
কাড়ন সেও একদিন মিশে যাবে সাগরের সাথে ।
তুমি হলে মম হৃদয়ের আয়না ,
সেই আয়নায় আমি শুধু দেখবো তোমায় ।