তোমার সামান্য ক্ষয় নয়
আল-আমিন রানা
*========*


ও আমার প্রিয়া , তুমি কত সুন্দর !
চিরদিন তুমি থাকবে আমাতে গোলাপ হয়ে ।
যেদিন দেখেছিলাম প্রথম ,
যেমন দেখেছিলাম তোমায় -
ঠিক তেমন ই আছো তুমি আজো !
তব সামান্য ক্ষয় নয় প্রিয়া ।


প্রতিবার শীত আশে , বৃক্ষের পাতা ঝরে যায় -
কিন্তু সময় মত গাছে নব রূপে পাতা গজায় ।
সজীব থাকে গাছটি যতদিন বেঁচে থাকে ।
ঠিক তেমনি তুমি আছো , থাকবে চিরদিন -
যত দিন বেঁচে থাকবে পৃথিবী ।
তব সামান্য ক্ষয় নয় প্রিয়া ।


মম এ প্রেম যেন শুধু অতিথি পাখি নয় ,
আমার প্রেমিকা সে শুধু খেলনা পুতুল নয় !
মম হস্তে সমস্ত লেখা যে প্রেমিকার জন্য ,
শুধু যার কথা কবিতায় লিখে যাই -
পরন্তু কোন মুহূর্তের জন্য তার সমতুল নাই ।
তাও বলছি ,
ও আমার প্রিয়া , তুমি কত সুন্দর !
আজ আমি বলছি ,
মম প্রেম বাতাসের মত উজ্জ্বল ।
তব সামান্য ক্ষয় নয় প্রিয়া ।