আমি কি বলিব বলো তোমারে
শুকনো পাতা যেমন ঝড়ে যায় অনাহারে
বৃদ্ধা শ্রমে বাবা তোমাকেও যে পেতে হচ্ছে ভীষণ অবহেলারে
ভালোবাসি বলে পুরোটা দিন যায় বিনা খোজ খবরে
আর বসন্তে শুকিয়ে যাচ্ছে তোমার মেয়ের ওই ঠোটের কিনারে
তবুও তার দৃষ্টিগোচর পরছেনা আমার হৃদমাঝারে
হায়রে হায় এটাই বুঝি আমাদের ভালোবাসারে ।


হৃদয়ধারণ করেছি, গেঁথেছি স্থাপন সংগোপনে আজ তাহারে
আজও ঝাপসাই রয়ে গেলাম কন্যার সে নিথুয়া পাথারে
আর তুমিও কন্যা দিব্যি নিদ্রায় পার করছো রাতের আধারে
হায়রে হায় এটাই বুঝি আমাদের ভালোবাসারে ।


আজ ১৬ টি বছর হলো নূরজাহান, স্মরণ করছি তীব্রভাবে তোমারে
পত্রিকার ক্ষুদ্র চরণে মুগ্ধ হয়েছিলাম তোমার আত্মার মাঝারে
ভালোবাসাটা ছিলো একপযায়ে ঘেরা সাদা চাদরে
কিন্তু—কিন্তু তোমার জীবন-যৌবন গ্রাস করেছো হঠাৎ কোনো অন্ধকারে
বিলীন হয়েছে আজ সব তোমার রাগ তোমার অভিমান তোমার ব্যবহারে
হারিয়েছো নিজের সত্তাকে জন্মদাতা পিতাকে বৃদ্ধাশ্রমে আশ্রিত করে
হারিয়েছো তোমার আমার পবিত্র রসায়নের কদর, অবহেলার আসরে
হায়রে হায় এটাই বুঝি আমাদের ভালোবাসারে ।