অবুঝ মায়ায় তোর সিক্ত চোখ
মেঘের তুলিতে সাজানো ঠোট
আলিঙ্গনে ভাসাবো আর বাধাবো দেহস্পর্শের জট ।


হবো তোর গল্পের নতুন কোনো অধ্যায়ের ভুবন
হবো তোর হৃদ স্পন্দনের আর একটি নতুন কম্পন
আর চেীকাঠে আবদ্ধ ঘেরায় সে বন্ধন ।


আমি তোর হবো না চাইলেও, হবো তোর নিশির ঘুমে
সবটুকু জুড়ে মিশে রবি আমার চেতনার সেই 19 নাম্বার রুমে ।


তোর মিষ্টি হাসির ঝলক হবো আর আলোকিত সে আলোকে
অবুঝ মায়াতে যেথায় ভুবন রাঙাবো এক পলকে
সাজাবি মোরে আজ তোর গল্পের সেই নতুন মোড়কে ।


কাটিয়েছি অজস্র রাত্রি হাজারো চায়ের চুমুকে আর অগণিত শূন্যতায়,
চিঠি আসবে তোর আগমনের, গন্ধ পাবো তোর মুগ্ধতায়,
আমি তোর হবোরে বনলতা তুই থাকবি,  থাকবিরে সৌম্যের সে অপেক্ষায় ??