বৃত্ত ঘেরা জীবনের ফ্রেমে বন্দী আমি ।
এখানে কতো স্বপ্ন হারায় প্রতিদিনই
আয়নাল’র নিথর দেহ-
সৈকতে বালু-জলে খেলা করে ।
নির্ঘুম রাত কাটে আমার-
সয়ন ভর করতেই আঁৎকে উঠি
ঝাপটে ধরি আমার অবুঝ শিশুটিকে।
প্রশ্ন করি-
আমি কি হারিয়েছি আমার চৈতন্য ?
ডুকরে কাঁদে আমার স্বপ্ন গুলো।
রাজন, রাজিবের বাঁচার আর্তনাদ
আজও বাজে প্রতিধ্বনি হয়ে প্রতিনিয়ত।
আর ভাবি, ফাঁসির ফাঁদ গলায় পড়িয়ে
উল্লাসে মেতেছে নর-পিশাচের দল ,
বিষ্মিত হই, ত্রপান্বিত হই ,
আমার ভয় অসহায় করে আমায়।
বিবেক আজ স্যাঁতস্যাঁতে অন্ধকারে জেলঘুঘু ,
হারিয়েছি আমার সত্ত্বা, অজানা গোলক ধাঁধাঁয়
প্রহর গুনি- মুক্তি পাবো বলে
অন্ধ বিশ্ববিবেকের কাছ থেকে ,
মানবতার ছলচাতুরি খেলা থেকে ,
মনুষত্বহীন রোবট গুলোর কাছ থেকে
ভঙ্গুর রাষ্ট যন্ত্র থেকে,
অসহায় শাসন ব্যবস্থা থেকে
জগ্রত হোক নিদ্রাচ্ছন্ন বিবেক
ঘষে মেজে সার্প হোক জঙ ধরা ইস্পাতের ন্যায়।