বিশাল পৃথিবী,সমুদ্র তটরেখা,
আদিগন্ত অনাদি নীলে বিস্তার,
বিশুদ্ব নিঃশ্বাস,উর্বর বালুকণা,
আরও কতোকিছু,
হে মহীয়ান,তুমি করিয়াছ দান।
অন্ধকারাছন্ন সময় দূরে ঠেলে
উদ্ভাসন ফলাতে এ ধরায়-
হে প্রভু,তুমি হও সহায়!
আলোকসম্পাত করো মোরে
আমি যেন করিতে পারি চাষ
যাহা মানবের তরে কল্যাণকর৷
যেন রেখে যেতে পারি-দুটি কুঁড়ি,
আর অফুরন্ত সবুজের সমারোহ-
প্রান্তর থেকে প্রান্তরে;
যেন অবুঝের বুকে রচে দিতে পারি
সবুজ আনন্দের ঢেউয়ে মাতানো কাব্য৷