নিষিদ্ধ রমনী তুমি,তুমি অভাগিনী,
চাইলেই হতে পারো কারো ঘরণী।
হতে পারো কোনএক রাজার রানী,
কেনো হতে গেলে তুমি যৌন ভিখারিনী?
তোমায় করতে গ্রহণ ওহে রমনী,
অপেক্ষায় বসে আছে দেখো কতজনই!
ফিরে তাকাও তুমি দেখো চোখ মেলে,
বাহিরে এসো মনের কপাট খোলে।
তোমার রুপের মোহে পুরুষ অটল,
কুড়ে কুড়ে খায় তোমায় শকুনের দল।
ফুরাবে যখন তোমার দেহের বাহার,
খাদ্য হবেনা তুমি কোনো হায়েনার।
ফিরেও চাইবেনা কেউ যতো করো ছল,
যখন বিলিন হবে এ দেহের বল।
নিষিদ্ধ রমনী তুমি ফিরে এসো ঘরে,
শুদ্ধ জীবন নাও আপনার করে।
ধন্য জননী হয়ে গড় সংসার,
তোমার জন্যে শুভ কামনা আমার।