কোথায় যেন বিঁধে আছে তীর,
তীব্র-তীক্ষ্ণ যন্ত্রণা হৃদয় গহীনে,
কৃত্রিম হাসি ফাঁকি দেয়-
আবরণে ঢেকে থাকা বেদনার নীল।
ভালো আছি,ভীষণ ভালো,
নিজের সাথে নিজেই করে ছল ।
বিষ কণা মিশে গেছে রক্ত কণিকায়
বারবার মনে করিয়ে দেয় সে কথা।
বিক্ষত হৃদয় বিনয়-বিষাদে খোঁজে
একটি অবয়ব,
যে মায়ার আগুনে পোড়ায়ে-
খুব কাছে ছিলো।
‘’ভুলিবো ভুলিবো’’ করে তার আসা যাওয়া
আমার ক্ষত-বিক্ষত হৃদয় আঙ্গিনায়।
শরতের সাদা মেঘ পশ্চিমে যায়
এই মেঘ কি কুয়াশা নামাবে
তোমার চিত্ত আঙ্গিনায়?
বিঁধে আছে তীর, স্বপ্ন দেখে না পশু
আমি আজো বেঁচে আছি স্বপ্ন সাজিয়ে
তীর বিঁধে ছিলো, বিঁধে আছে ,
হৃদয়ের কাছাকাছি,
লক্ষ্য যখন সীমানা ছাড়িয়ে
দু,চোখ খোলা, নিষ্প্রাণ দেহ,
যেন শুধু বেঁচে আছি।