একবারই জন্ম হয় মানুষের  
মৃত্যুও হবে নিশ্চিত একবার
মাঝখানে দিন দুনিয়া কর্ম
মানুষের সাথে নানা রকম সম্পর্ক
এসব নিয়েই মানুষের মূল্যায়ন
এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান
ঠিক যতটা দরকার পারিনি ততটা মানুষ হতে
তবুও মানুষের ভালোবাসা স্নেহ পেয়েছি না চাইতে
ভুলে শুদ্ধে দোষে গুণে মিলেই মানুষ
আমিও ব্যতিক্রম নই তার বিশেষ
অতি অল্প বয়সে দিয়েছেন যথেষ্ট মান ইজ্জত যশ
এসব তাহারই যত অনুগ্রহ অভিলাষ।


পরম স্রষ্টা রাহমানুর রহীম যিনি
অশেষ কৃপা করে বিপদ আপদ থেকে রক্ষা করছেন তিনি
বিশেষ উদ্দেশ্যে সাধনে দুনিয়ায় পাঠিয়েছেন যেমন
সেই কর্ম সম্পাদনের ক্ষমতাও দেন যেরূপ প্রয়োজন
সম্মান ঈমান যতদিন আছে দুনিয়ায়
হে মহান প্রভু, তার বেশী একদিনও থাকতে চাই না ধরায়
ঈমানের সাথে নিয়ে যেও তোমার রহমতের চাদরে ঢেকে
দয়া করো আমাকে এবং  এখানে আমাদের সবাইকে
তোমার দয়ার শেষ নাই- রহম করো মাফ করো গুনাহ
সারজীবন তোমারি শোকর গুজর করি আলহামদুলিল্লাহ
আজিকার এই দিনে সবার দোয়া চাই ভুলত্রুটির ক্ষমা চাই
সবাইকে ধন্যবাদ সালাম শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই।।