কষ্টের হাপ ছেড়ে বের হয় দীর্ঘশ্বাস
মনের আকাশে উড়ে চলে বুনো হাঁস
একফালি রোদ্দুরের অপেক্ষায় দিন
কখন আসবে সোনালী ডানার চিল
কিছুতেই থামছেনা চোখের শ্রাবণ
মেঘগুলো হয়ে যায় ঝড় সাইক্লোন
সাজানো বাগান ভেঙেচুড়ে তছনছ
মুক্তির আশা কি তবে শুধু পরিহাস!


সূর্য জানতে চায় বিষন্ন কেনো মন
প্রতিদিন কি আর কারো যায় সমান
ভালো মন্দ সুখ দুঃখ হরণ পূরন
মানিয়ে গুছিয়ে চলার নাম জীবন
রাতের পরে আসে দিন আসে প্রভাত
কখনো রাত শেষে আসেনা আর রাত।