যে মাকে গতকাল ঘোষণা করা হলো মৃত
জানাযার সময় দাফনের স্থান করলো নির্দিষ্ট
আজ সকালে ভেন্টিলেটর খুলে দেয়ার পরেও
হৃদকম্প আছে তার চোখ পিটপিট করছে তবুও
কতটা নির্মম হলে অপেক্ষা করছে প্রিয় সন্তানরা
এ বড় কঠিন বাস্তব- আসলে এটাই দুনিয়া!


আপনি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক টাকাওয়ালা,
নামি কবি, লেখক, ব্যবসায়ী, রাজনীতিক, বড় আমলা,
সমাজপতি, ক্ষমতাবান, কিংবা সবার কাছে ভয়ঙ্কর
কোনো লাভ নাই এসবে- কিছুতেই পাবে না নিস্তার
থাকা যাবে না এপারে, যেতেই হবে দুনিয়া ছেড়ে
দু’দিন আগে আর পরে।


এই যে শরীরটা মানুষের বড় প্রিয়
অস্তিত্ব ছিল না এর এক সময়
তুচ্ছ নাপাক জল থেকে যার সূত্রপাত
জন্মের পরে মাটির ওপর পতিত
খেয়েছে পড়েছে এই মাটি হতে
বর্জ বিষ্ঠা সব ফেলেছে মাটিতে
মহাবিশ্বের প্রতিটা জিনিস উৎসে ফেরত যায়
মাটিতে সৃষ্ট মানুষও মাটিতেই বিলীন হয়
কিছুই নিয়ে যেতে পারে না সাথে কেহই
দুনিয়ার জিনিস দুনিয়াতে রেখে যেতে হয় সবই।


প্রতি মিনিটে এক’শ পাঁচ জন আদম সন্তান মরে
গতকালও মারা গেছে দেড় লাখের ওপরে
আজও ধরাধাম ছাড়বে আমার মত অনেকে
ওই দেড় লাখে নেই আমি এখনও- ধন্যবাদ স্রষ্টাকে
গতকালও যে মানুষটি হেসে খেলে বেড়িয়েছে
আজ সে মাটির তলায়- পোকামাকড়ের খাদ্য হয়েছে
প্রতিটা মানুষের জন্যই নির্দিষ্ট দিনক্ষণ আছে একটা
কখনও কি ভাবি ঠিক কখন আমার সময়- ভাবিনা
যত বেশি তুমি মৃত্যুর কথা করবে স্মরণ
ততই সুপথে চলবে তুমি, পাপমুক্ত হবে জীবন।।...
যে মাকে গতকাল ঘোষণা করা হলো মৃত
জানাযার সময় দাফনের স্থান করলো নির্দিষ্ট
আজ সকালে ভেন্টিলেটর খুলে দেয়ার পরেও
হৃদকম্প আছে তার চোখ পিটপিট করছে তবুও
কতটা নির্মম হলে অপেক্ষা করছে প্রিয় সন্তানরা
এ বড় কঠিন বাস্তব- আসলে এটাই দুনিয়া!


আপনি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক টাকাওয়ালা,
নামি কবি, লেখক, ব্যবসায়ী, রাজনীতিক, বড় আমলা,
সমাজপতি, ক্ষমতাবান, কিংবা সবার কাছে ভয়ঙ্কর
কোনো লাভ নাই এসবে- কিছুতেই পাবে না নিস্তার
থাকা যাবে না এপারে, যেতেই হবে দুনিয়া ছেড়ে
দু’দিন আগে আর পরে।


এই যে শরীরটা মানুষের বড় প্রিয়
অস্তিত্ব ছিল না এর এক সময়
তুচ্ছ নাপাক জল থেকে যার সূত্রপাত
জন্মের পরে মাটির ওপর পতিত
খেয়েছে পড়েছে এই মাটি হতে
বর্জ বিষ্ঠা সব ফেলেছে মাটিতে
মহাবিশ্বের প্রতিটা জিনিস উৎসে ফেরত যায়
মাটিতে সৃষ্ট মানুষও মাটিতেই বিলীন হয়
কিছুই নিয়ে যেতে পারে না সাথে কেহই
দুনিয়ার জিনিস দুনিয়াতে রেখে যেতে হয় সবই।


প্রতি মিনিটে এক’শ পাঁচ জন আদম সন্তান মরে
গতকালও মারা গেছে দেড় লাখের ওপরে
আজও ধরাধাম ছাড়বে আমার মত অনেকে
ওই দেড় লাখে নেই আমি এখনও- ধন্যবাদ স্রষ্টাকে
গতকালও যে মানুষটি হেসে খেলে বেড়িয়েছে
আজ সে মাটির তলায়- পোকামাকড়ের খাদ্য হয়েছে
প্রতিটা মানুষের জন্যই নির্দিষ্ট দিনক্ষণ আছে একটা
কখনও কি ভাবি ঠিক কখন আমার সময়- ভাবিনা
যত বেশি তুমি মৃত্যুর কথা করবে স্মরণ
ততই সুপথে চলবে তুমি, পাপমুক্ত হবে জীবন।।