বিপদে পড়েছি- অধৈয্য না হই
মন খারাপ লাগছে - অন্য কিছুতে ব্যস্ত হয়ে মনটা ঘোরাই
জীবনের হিসাব মিলছে না- একটা সফলতার কথা মনে করি
মনে হচ্ছে কত কষ্টে আছি- আরও বেশী কষ্টে আছে অনেকে- স্মরণ করি
চেষ্টা করেও মাথায় কিছু ঢুকছে না- ঘুমিয়ে পড়ি
টাকা পয়সা বা দরকারী কিছু খুঁজে পাচ্ছি না- পরে খোঁজ করি
হিসাব মিলছে না- এখন বাদ রাখি, পরে আবার চেষ্টা করি
কারো উপর রেগে গেছি- ভুল আমারও হতে পারে- আবার ভাবি
কাউকে একটা শক্ত চিঠি দিব- ড্রাফট করে রাখি, পরের দিন দেখি
কঠিন বিপজ্জনক কাজে নামছি - মায়ের কাছে দোয়া চাই
ওয়াক্ত হয়ে গেছে- দেরি না করে এখনি নামায পড়ি
সামনে বিপদাপন্ন দেখছি কাউকে- যথা সম্ভব সাহায্য করি
প্রচন্ড ক্ষুধা লেগেছে- সব কিছু বাদ, আগে খেয়ে নিই
হেরে গেছি কোথাও- পরের লড়াইয়ের জন্য তৈরী হই
লোকজন না বুঝেই নিন্দা করছে- ক্ষেপে না গিয়ে তাদের সময় দেই
অসহায় লাগছে- আল্লাহকে ডাকি, তাঁর সাহায্য চাই।।