কেউ কথা শুনছে না
ছেলে মেয়ে স্বামী কেউ না
আমি নাকি কেবল চিল্লাই
তখন ক্যাট ক্যাট হয়ে যায় সেটাই
সময় পেলেই মেয়ে খেলবে গেম
ছেলে সপ্তায় সাত দিন দৌড়ায় জিম
আর উনি রাত জেগে করেন লেখালেখি
এক মহা ফাঁপড়ে আমি আছি।


সংসার চলছে রেলগাড়ি যেনো ঠিক
চলছে তো চলছেই ঝিক ঝিক ঝিক
বাজার যাও কেনা কাটা করে আনো
কারো আবার ফরমোয়েশও শোনো
মাছ সবজি কাটাকুটি রান্না বান্না
টেবিলে খাবার দিলে ঠিকমত আসবেও না
খাওয়া শেষ হাড়ি কুড়ি সব ধোয়া
ঘরদোর পরিস্কার কাপড় লন্ড্রিতে নেয়া
রাত জেগে বিড়াল খাওয়াও সাফ করো লিটার
কেউ ধরবে না অথচ বিল্লিটা নাকি ওদের
হয়তো কখনও কেউ বলবে একটু থাম এবার
যে যাই বলুক, এই নিয়ে আমার সোনার সংসার।।