পায়ে ধরি মা, ক্ষমা করো এ জাতিরে
এরা মানুষ না- জড়বস্তু,
নিজেরে ছাড়া কাউরে চিনে না।
এরা নাকি রক্ত দিয়েছিল স্বাধীনতার জন্য
হায় স্বাধীনতা- নুরু রাশেদ তারিকুলদের স্বাধীনতা!
এখানেই নাকি নব্বইয়ের গণঅভ্যুত্থান হয়েছিল?
ভুল সবি ভুল!
তবে নিশ্চয় এ জাতিরে আফিম খাইয়েছে,
নইলে কবেই ভেঙে চুরমার করে
কবর দিতো স্বৈরাচার!