মানব জীবনটা নাকি বেশ ছোট- যেমনটা বলা হয়
আমি মনে করি আসলে তা নয়
সামনে যদি অল্প ক’টা দিনও থাকে বাকী, তাতেই কি?
পেছনে অনেকগুলো দিন তো পেরিয়ে এসেছি
আমার জীবনে আছে আমার অতীত আগামী বর্তমান
আমার শিক্ষা আমার অভিজ্ঞতা কর্ম সম্মান
হাসি কান্না বেদনা সঠিক কাজ কিংবা ভুলগুলো
আমার স্বপ্ন আমার ভাবনা কল্পনা যত এলোমেলো
প্রেম ভালোবাসা সম্পর্ক বন্ধু বান্ধব স্বজন
এমনকি হতে গিয়েও না হওয়া সম্পর্ক- তাও আমারই জীবন।


যত স্থানে যাই দেখা হওয়া যত মানুষ
ব্যবসা বানিজ্য দেশ বিদেশ কাচারি অফিস
পথে ঘাটে নাম না জানা পথিক প্রতিদিন
বাসে ট্রেনে হরেক রকম অভিজ্ঞতার জ্ঞান
শৈশবে হারিয়ে ফেলা বন্ধুর স্মৃতি
দূর গাঁ থেকে আসা আগন্তুক লোকটি
আচমকা কাউকে ভালো লাগা পার্কে দেখেই
- জীবনের বাইরে নয় এর কোনোটাই।


শৈশব কৈশোর যৌবন কাটিয়ে বৃদ্ধজীবন
মা বাবার আদর, ভাইবোন, সন্তান প্রিয়জন,
খেলার মাঠ আড্ডা বেড়ানো আগে লেখাপড়া
রাষ্ট্র রাজনীতি দলাদলি মান অভিমান ঝগড়া
পেশা কর্ম সমাজ সংস্কৃতি নানা দায়িত্ব কর্তব্য
পরকাল চিন্তা ইবাদত স্রষ্টার সাথে সম্পর্ক
দেশপ্রেম বিদেশের খবর বাজার ফেসবুক অনলাইন
- সব মিলিয়েই আমার জীবন।


বেদম ক্ষুধায় গোগ্রাসে গেলা খাবারের ঘ্রাণ
মোড়ের দোকানের চা কিংবা ধুমপান
কাকডাকা ভোরে রিকসার টুংটাং
পাড়ার মাস্তানি হরতালে ভাংচুর
ফেরিঅলার মস্ত হাকডাক চিৎকার
সুবহে সাদিক থেকে সন্ধ্যার আঁধার
রাতের আকাশ তারা ঠাকুর মার ঝুলি
অন্ধকার রাতে একা পথে গান গেয়ে চলি
জীবনে কোনো কিছুই ফেলনা নয়
সব কিছু মিলিয়ে জীবনটা রহস্যময়।


সাগরের সম্মুখে দাড়াই যখন দু’হাত ছড়িয়ে
নিজের মনটাও যায় বিশাল হয়ে
রাতের আকাশে হেটে বেড়াই তারার মেলায়
নিজেকেও তখন একটা তারকা মনে হয়
আমিও মহাবিশ্বের একটি অংশ হয়ে যাই
এই নশ্বর শরীরটাই কেবল আমি নই
বাধ্য-বাধাহীন মনের পৃথিবী জুড়ে আমার জীবন
অনেকটাই বড়- জুড়ে আছে ত্রিকাল ত্রিভূবন।।