21st January 2025
Kumrapara, Raidighi, West Bengal
আচ্ছা, মানুষ হয়ে জন্মানোর প্রয়োজন কি কিছু ছিল?
প্রশ্নটা মাঝে মাঝে জেগে ওঠে চুপচাপ রাত্রির কোলে।
তারাদের আলোর ভীড়ে, চাঁদের শান্ত স্পর্শে,
মনে হয় যেন, উত্তর লুকিয়ে আছে এই বিশাল শূন্যতায়।
মানুষ হয়ে কি করেছি এমন,
যাতে পৃথিবীটা পেল কিছু বেশি আলো?
বাধাহীন হাওয়ার মতো মুক্তি কি দিতে পেরেছি,
নাকি শুধু বেঁধেছি শিকল, নিজেদের আর পৃথিবীর?
প্রয়োজন কি ছিল এতো সীমারেখা টানার?
জলকে ভাগ করা, আকাশকে কেটে টুকরো করা?
পাখিদের ডানায় কারা ছেঁটে দিল স্বপ্ন?
এই মানুষ হওয়ার ইচ্ছে কি ছিল প্রকৃতির?
জন্মানোর প্রয়োজন ছিল কী,
যদি বৃক্ষের মতো শান্তি না দিতে পারি?
যদি নদীর মতো ধারায় ধারায় জীবন বয়ে আনতে না পারি?
যদি সূর্যের মতো আলোকিত না করতে পারি মনের অন্ধকার?
মানুষ হয়ে জন্মালাম—
তবুও তো মাটির কাছেই ফিরতে হবে শেষে।
তবে কি এই যাত্রার মানে শুধু ধ্বংসের দাগ রেখে যাওয়া?
নাকি এখনো সময় আছে বাঁচার মতো বাঁচার?
আচ্ছা, মানুষ হয়ে জন্মানোর প্রয়োজন কি কিছু ছিল?
নাকি উত্তরটাই লুকিয়ে আছে
আমাদের নিজস্ব প্রশ্নগুলোর গভীরে?