Lunglei, Mizoram
15th June 2025
স্বপ্নের আগে ধরে রাখো,
এখনও ঘুমাইনি আমি।
চোখে লেগে আছে অশান্ত নক্ষত্র,
আলো আর অন্ধকারে ভেসে বেড়াই নিরবধি।
ঘুম আসেনি বহু দিন,
আসলে ভয় পেয়েছি হারিয়ে ফেলার—
তোমার মতো কোনও স্বপ্নকে,
যে আসে নিঃশব্দে, ভাঙে না শব্দে।
জানালা বেয়ে ঢোকে চাঁদের রেখা,
সে বলে— "তুমি এখনই ঘুমাও",
আমি বলি— "না, একটু পরে,
আমার স্বপ্ন এখনও তৈরি হয়নি..."
ধরে রেখেছি কিছু দৃশ্য, কিছু নাম,
কিছু হারিয়ে যাওয়া দিনের গান—
যা দিয়ে গড়বো আমার ঘুম,
যার ভিতর থাকবে না শুধু বিশ্রাম, থাকবে প্রতিজ্ঞাও।
তাই বলি,
স্বপ্নের আগে ধরে রাখো,
এই জেগে থাকা মানে শুধু ক্লান্তি নয়—
এ এক আলো-সন্ধানের ব্রত,
যেখানে ঘুম নয়,
জেগে থাকাটাই হয়ে ওঠে জীবনের গভীরতম প্রার্থনা।