কবিতা লেখা গৃহিণীর উনুনে ভাত রান্না করা নয়
কবিতা
আমার মায়ের কল্পনার বাস্তব অবয়ব
                 স্বহস্তে বোনা মমতামাখা নকশিকাঁথা।
কবিতা লেখা রাজমিস্ত্রির থরে থরে ইটের গাঁথুনি নয়
কবিতা
আমার অবোধ শিশুটির আধো আধো বোলে
                              মায়ের ভাষায় কথা বলা।
কবিতা লেখা গ্রাম্যবধূর গোবরের ঘুঁটে দেওয়া নয়
কবিতা
আমার সন্তানের জীবনের প্রথম পরীক্ষার খাতায়
                                 জাতীয় পতাকা আঁকা।
কবিতা লেখা দলিল লেখকের দলিল লেখা নয়
কবিতা
আমার কৃষকের অনাবাদি জমিতে ঘাম ঝরিয়ে
                          ফি বছর ফসল আবাদ করা।


কবিতা লেখা কি সবার কাজ?
তা যদি না হয় ,তবে কবিতা
লিখবেন তাঁরা, সুকুমার মনোবৃত্তি লালন করেন যারা।


কবিতা লেখা কি শব্দের পর শব্দ বা উপমার যথেচ্ছা সজ্জা?
তা যদি না হয় ,তবে কবিতা
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী"- গাথা।