১৬ ই ডিসেম্বর
আলী আমজাদ আল আজাদ
==================
বিজয় হয়েছে অাজ লাল ও সবুজের
জান দিতে হয়েছে লক্ষ বুঝ অবুঝের
হয়েছে স্বাধীন আজ এই সোনার বাংলাদেশ
সুজলা-সুফলা সোনালী ক্ষেতের সমাবেশ ।
প্লাবিত হয়েছে এদেশ আজ বিজয় উল্লাসে
প্রিয়জন হারা অসহ্য শোক ভুলে গেছে হেসে
বুঝেছে দারুণ অত্যাচারী এজাতি নয় ক্ষীণ
অন্যায় রুখতে সজ্জিত থাকে নিশিদিন ।
নতশিরে করে না আপোশ অত্যাচারির ঠেস
রক্ত দিয়ে যতনে গড়েছি সোনার বাংলাদেশ
জলন্ত প্রমাণ তার ১৬ ই ডিসেম্বর
ক্ষমার মঞ্চেও হানাদার কেঁপেছিল থত্থর !
অন্যায়ের গলা টিপে ধরি ভয়কে করি জয়
অক্ষয় ইতিহাস ধরার বুকে বাঙালির  পরিচয়
এদিনেই লিখেছি ধরার বুকে রক্ত দিয়ে বিজয় গাঁথা
চিনে গেছে বিশ্বজাতি বাঙালিদের উঁচুমাথা ।