২১ শে ফেব্রুয়ারি
আলী আমজাদ আল আজাদ


একুশ মানে দৃপ্ত কন্ঠে মা'কে মা ডাকা
একুশ মানে বুকের রক্তে একাত্তর আঁকা
একুশ মানে ফিনকে ওঠা রক্তের- স্লোগান
একুশ মানে অসুর বধে ত্রিশ লক্ষ প্রাণ।


একুশ মানে চলবেনা আর রাজনৈতিক ব্যভিচার
একুশ মানে লাল সবুজে পরাজয়- হালাকু খা'র
একুশ মানে উত্তাল রাজপথ- শকুনিরা সাবধান
একুশ মানে বাংলার মেঠোপথ- কৃষকের    গোলায় ধান।


একুশ মানে মিছিলে মিছিলে অধিকার আদায়ের ব্রত
একুশ মানে প্রতিরোধ- প্রতিবাদ, বিদ্রোহ অবিরত
একুশ মানে অসাম্প্রদায়িক বাংলাদেশ- সবাই পাশাপাশি
একুশ মানে অহংকারে বলি- "মাগো তোমায় ভালোবাসি" ।


একুশ মানে বাংলার প্রান্তর- লাল সবুজের মিল
একুশ মানে বাংলার আকাশ, বাংলার বিল- ঝিল
একুশ মানে শিশুর হাসি- মা'কে মা ডাকা
একুশ মানে এক সাগর রক্তে- স্বাধীনতা আঁকা।