আজ তোমার তৃতীয় জন্মদিন
আলী আমজাদ আল আজাদ


ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন,
রংধনুর মতো সাত রং এ রাঙ্গুক তোমার জীবন ।
দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দুর অজানার দেশে ।
তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে ।
এই কামনা করি বিধাতার কাছে ।


আধার ভেঙ্গে সূর্য হাসে বিশ্বভুবন আলোয় ভাসে ।
পাক-পাখালি ধরলো গান নদীর বুকে ওই কলতান
তর তরিয়ে চললো তরী মহাসাগর দেবো পাড়ি ।
তরু শাখায় লাগলো দোল চল বন্ধু চল জলকে চল
খুশিতে মন তা ধিন ধিন আজ যে তোমার জন্মদিন


তোমার জন্য ফুটে পৃথিবীর সব গোলাপ,
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ।
আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার..!


তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল,
তোমার জন্য হাসা স্নিগ্ধ বিকেল।
ভালবাসা নিয়ে নিজে তুমি,ভালবাস সব সৃষ্টিকে।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।


আজ জন্মদিন তোমার..!
আজ প্রভাতের আলোক মালা
দিগন্তরেখা করে উজালা,
নতুন আশার বাণী নিয়ে
শুরু হলো নতুন দিন;
আজ মাঈমুনার জন্মদিন।


শুভ হোক আগামী তোমার
এই প্রার্থনা হৃদয়ে আমার,
শুভ হোক জীবনের প্রতিটি ভোর
খুলে যাক সকল সাফল্যের দোর!


আজ এই শুভ দিনে
কাটবে প্রহর পাখির গানে,
হৃদয়ে আজ সুখের উল্লাস।
আজ বসন্ত মাখা দিন,
আজ আমার মেয়ের শুভ জন্মদিন!