এক বিজয়ের লক্ষে
আলী আমজাদ আল আজাদ


এক বিজয়ের লক্ষে কিংবা বাতিলের ধবংস নাশে ওরে
তামাম দুনিয়ার মুসলিম জাগিছে আজ তৌহিদী বাণী পড়ে!


দূর করে সব ভয়! ভেঙ্গে সব ভয় লাজ
মুমিন জাগিছে ওই -দেখ তোরা এসে, দেখ তোরা আজ ।
সত্যের শক্তি তোরা,ওহে জিহাদী প্রাণ জাগো হে জাগো
নেই সময় ঘুমাবার! হকেরা ডাকিছে ওই তার কাজে লাগো ।
নহে তোরা জঙ্গী, নহে তোর মূর্খ্, নহে তোরা বাতিলের চেলা
তোরা কোরআনের, তোরা হাদিসের, তোরা ওমরে ডাল –পালা


ওহে তোরা নবীজির উত্তরসূরী সত্যের বাতি ঘর
কে আছে দমায় তোরে এই নশ্বর ?
তুই যে চির নত শির ওই অবিনশ্বর!


ওহে তোর নাম ভাঙ্গিয়া জঙ্গীরা গাহে স্বার্থের গান
আসলে নেই, সেথায় নেই কোন হাদিস -কোরআন ।
সাবধান ! সাবধান ! ওহে তৌহিদী মুসিলম প্রাণ
তোর চৌদিকে ঘিরে আছে বাতিলের কামান ।


এক বিজয়ের লক্ষে কিংবা বাতিলের ধবংস নাশে ওরে
তামাম দুনিয়ার মুসলিম জাগিছে আজ তৌহিদী বাণী পড়ে!