আমাদের গ্রাম
আলী আমজাদ আল আজাদ
________//
ছায়ায় ঘেরা মায়ায় ভরা আমাদের গ্রাম,
আাঁকা-বাঁকা নদী বয়ে, চলছে অবিরাম।
মাঝি টানে নৌকার দাড় বেয়ে যায় উজান,
চাষি করছে লাঙ্গল চাষ, ফলায় মাঠে ধান।


রাখাল বাজায় বাশের বাঁশি মিষ্টি তার সুর,
নীল আকাশে উড়ছে পাখি দূর বহু দূর।
সাগর জলে মুক্তা মিলে সোনা মাটির তলে,
কই মাগুর খালে-বিলে, ইলিশ পদ্মা জলে।


এ দেশেতে সোনা ফলে সবুজ শ্যামল মাঠে,
হীরা মানিক মুক্তা মিলে সাগর নদীর ঘাটে।
ঝোপে-ঝাড়ে বাশ বাগানে বসে বকের ঝাঁক,
অন্ধকারে জোনাক জ্বলে ঝিঝি পোকার ডাক।


রচনাকালঃ ১১/৩/২০০৯ইং