আমাদের নামাজ
আলী আমজাদ আল আজাদ


ব্যাস্ত রাত্রি কাটে আমাদের নাটক সিনেমায়,
ফজর কাজা করি আমি স্বপ্ন বিভোর বিছানায়।


কাজের চাপে থাকি আমি যোহর যখন হয়,
সময়মত কাজ না হলে থাকে বসের ভয় ॥


আছর হলে তন্দ্রা আসে স্বপ্ন মাখা চোখে,
চিন্তা ভাবনা নাই যে আমার ঘুমাই মহাসুখে ॥


মাগরিবের ঐ আজান শুনি চায়ের দোকানে,
সাধু সেজে ঘুরি আমি রংগীন বাগানে ॥


হাসি ঠাট্টায় শুনি আমি এশারের ঐ আজান,
মুয়াজ্জিনের ডাকে দেই না সাড়া আমি মুসলমান।


জুম্মাবারে মসজিদে যাই খোরমা খাওয়ার লোভে,
ফরজ নামাজ শেষ না হতেই জল এসে যায় জিভে।


বয়স হলে নামাজ পরি চিমটি দিয়ে কানে,
সূরা কিরাত জানি না মুই মন যে থাকে গানে ॥


দিনে পাঁচ বার নামাজ ফরজ জেনে রেখো ভাই,
সময়মত পরলে নামাজ আলোর দিশা পাই ॥