আমার কান্না গুলো
আলী আমজাদ আল আজাদ


আমি কাদি, অন্ধকারে বসে নিরবে নিভৃতে
মুখ বুজে নয়
পৃথিবীর নিয়মে প্রকৃতির সাথে মিশে
অঝোর ধারায় বৃষ্টিতে ভিজে,
তাই আমার কান্নার জল দেখেনা কেউ
স্ব-চোখ ইন্দ্রিয় দিয়ে ।


আমি কাদি, হাজার বছর ধরে তিল তিল করে গড়া
স্বপ্ন ভাঙ্গার সাগর সম দুঃখ বুকে নিয়ে
অজ্ঞতার মত চিৎকার স্বরে
হাউ মাউ করে নয়,
বিধাতার সাথে অভিমান প্রেমের খেলায় মত্ত ধ্যানে
অন্তর চোখ দিয়ে ।
পৃথিবীর সব কান্নারত দুঃখী মানুষের চেয়েও যেন
আমি আর ও বেশি দুঃখী
এই পৃথিবীর পাঁচশ কোটি মানুষের মাঝে
আমার দুঃখ বোঝার নেই কেউ
আমার হৃদয় নদীতে অভিরত
বহমান দুঃখের ঢেউ
তাই আমি কাদি, মানুষের দয়ার অভয়ব
প্রত্যাশার উচ্ছ্বাস নিয়ে নয়
এ পৃথিবীর মহা প্রভুর ধ্যানে প্রার্থনারত হয়ে ।
তাই আমার কান্নার জল দেখেনা কেউ
চক্ষু ইন্দ্রিয় দিয়ে,
আমি কাদি, আমার অন্ত চক্ষু দিয়ে
মনের গভীরে অন্তরে অন্তরে
আমার বুকের ভিতর পাহাড়সম দুঃখ বুকে নিয়ে
আমার স্বপ্ন গুলো, শুধু স্বপ্ন'ই রয়ে গেল
না পাওয়ার ব্যার্থতা বুকে নিয়ে
দুঃখ ভরা ক্রান্ত হৃদয়ে আমি কাদি, অঝোর ধারায় বৃষ্টিতে ভিজে ।