আমি তরুণ
আলী আমজাদ আল আজাদ


আমি তরুণ, উত্তপ্ত উনুনের উত্তাপ অঙ্গে সঙ্গী সদা-প্রতিনিয়ত
বৈশাখের তপ্ত রৌদ্রের উদ্ধত রক্তচক্ষু হেলায় উপেক্ষায় আমি স্থির-অবিচলিত ।
শিরায় শিরায় চঞ্চলতা রক্তের সঞ্চারনে শৃংখল ভাঙ্গার অদম্য নেশা-
উন্মাদনার সঙ্গে সন্ধিতে নব উদ্যামে উদ্দীপনার সাথে আমার উঠাবসা ।
আমার সম্মুখে উন্মত্ত কালবৈশাখী উন্মত্ততা থামিয়ে নেতিয়ে পড়ে
চৈত্রের খরতপ্ত দাহ ঔজ্জল্য হারিয়ে লজ্জায় রক্তজবা হয়ে লুকিয়ে মরে !
উন্নত শিরে আত্মবিশ্বাসী ঢঙ্গে হেঁটে চলি যবে নিঃশংক-ধীর পদক্ষেপে
আনন্দে আত্মহারা হয়ে, সসম্ভ্রমে কেঁপে উঠে মাটি ; আমার পদচিহ্নের গৌরবে ।
আমি যে সত্যের সেনানী, নিত্য-সত্য মত্ত হয়ে আমার নিরলস ছুটে চলা
আমার জন্য অপেক্ষমাণ কুচক্রী শয়তান সাজিয়ে মরণডালা ।
আমি নির্ভীক, মৃত্যু ভুলে দ্রোহীর দলে যোগ দিয়েছি যৌবনের সূচনায়
স্রষ্টার বলে সত্যের কোলে সঁপেছি আপনারে সত্যের মন্ত্রণায় ।
স্রষ্টা আমার সাথে, আমি স্রষ্টার পথে স্রষ্টা বিনে ভীত নাহি কোন শক্তি পানে
ক্ষমতার বড়াই করা ইবলিশের চেলারা ব্যস্ত এখন পালাবার রাস্তা অন্বেষণে ।
মিথ্যার বিপরীতে অনাচার রুখে দিতে অব্যহত আমার আপোষহীন সংগ্রাম
শামিল হয়েছি এই স্রোতে, ন্যায়-নীতি-নৈতিকতা সাথে ভুলেছি জীবনের দাম ।
আমি তরুণ, মধ্যহ্নের অরুণের তেজ চরিত্রে তেজস্বী তারুণ্যের মন্ত্রণা
ত্যাজদ্বীপ্ত উচ্চারণে দৃপ্ত সত্যের সম্মিলনে নিঃসংকোচ আমার পদচারণা ।
ভ্রষ্ট-ভন্ড অত্যাচারী, ভ্রান্ত-দাম্ভিক মিথ্যাচারী নির্মূলেই স্বার্থক তারুণ্য
সংস্কার লক্ষ্যে নতুনত্বের পক্ষে চিরায়ত এই অভিযান মানুষেরই জন্য ।
আমি তরুণ, আমি বিপ্লবী, আমি বিদ্রোহী আমি বারণ-কারন শুনতে অনিচ্ছুক
স্রষ্টায় ধন্য মানবের জন্য যৌবন-ত্যাগে উৎসর্গীতে আমার যত সুখ ।