আরাধনা ৫
আলী আমজাদ আল আজাদ
________//
হে আকামণ্ডলী ও জমিনের সৃষ্টিকর্তা,
হে দৃশ্য-অদৃশ্য সবকিছুর পরিজ্ঞাত সত্তা,
হে পালনকর্তা, মালিক সকল সৃষ্টি জীবের,
তুমিই শুধু মালিক, যত প্রাণীকুল রিজিকের।


আমি সাক্ষ্য দিচ্ছি, নেই ইলাহ তুমি ছাড়া,
নেই সাধ্য কারো, মোদের গুনাহ ক্ষমা করা।
আমি নিজের উপর করেছি জুলুম অগণন,
সর্বদা পাপে লিপ্ত থাকে আমার কলুষ মন।


আমি একমাত্র তোমার কাছেই আশ্রয় চাই,
তোমার দয়া-রহম বিনে আর যে উপায় নাই।
আশ্রয় চাহি তোমার, আমার নফস অনিষ্ট হতে,
শয়তানের ধোঁকায়, জড়াই না যেন, শিরিক-বিদাতে।।