এটা কেমন আধুনিকতা
আলী আমজাদ আল আজাদ


এটা কেমন আধুনিকতা প্যান্ট থাকে না মাজায়
লাল দু’টি ঠোট বেজায় কালো খাইছে তারে গাঁজায়।
বসতে গেলে প্যান্ট ফাটে তাই প্রস্রাব করে দাঁড়িয়ে
আধুনিকতার ছোঁয়ায় রাস্তার ডগকে গেছে ছাড়িয়ে।


মাজা মরা তবু বীর বাহাদুর শার্টের বোতাম খোলা
মহল্লার মাস্তান ও চাঁদাবাজ বাপের সাধু পোলা।
ছেলে তো নয় হাফ লেডিস মাথায় লম্বা চুল
কণ্ঠে মালা হস্তে ব্রেসলেট কানে ঝুলছে দুল।


রাস্তা ঝাড়ু দেওয়ার কাজটা প্যান্ট লুঙ্গিতেই সারে
সকাল-সন্ধ্যায় সিগারেটে জোরে সুকটান মারে।
আধুনিকতার জোয়ারে ভাসছে পুরুষ ও নারী
আকর্ষণীয় অঙ্গ ঢাকে না তারা পরলেও উড়না শাড়ী।


মাথা ও বুক থাকে খালি উড়না প্যাঁচায় গলায়
প্যান্ট ও শার্ট পরে আল্ট্রা মর্ডান অঙ্গভঙ্গি চলায়।
বব কাটা কালো কেশে মাখে কালার বা মেহেদী।
স্টাইল দেখে চেনা মুশকিল মুসলিম নাকি ইহুদী।


পাশ্চাত্যের বেহায়া বর্বরতায় ছেয়ে গেছে দেশ।
ধনে জনে উন্নয়ন আসলেও মুসলমানি হচ্ছে শেষ।