আযান ফুল
আলী আমজাদ আল আজাদ


আযানের ধ্বনিতে যেই ফুল ফোটে,
সেই ফুল নয় বুনো, সাধারন মোটে।


আযানের সুর আসে মসজিদ ছাড়ি,
পাপড়ি মেলে সে ফুল সইতে না পারি।


কান নাই তবু শোনে আযানের বানী,
তাইতো সে ফুল সব ফুলেদের রানী।


সুবাসেতে করি তার চারিপাশ ভারী,
সকলের তরে করে এ খবর জারি।


কেমনে এ ফুল বোঝে আযানের মর্ম,
নিঃসন্দেহে ইহা স্রষ্টার কর্ম।।