ভ্রষ্ট রাজা
আলী আমজাদ আল আজাদ


আজব দেশের আজব কাণ্ড, নিত্য নব দিন, 
নষ্ট রাজার ভোগ বিলাসে, প্রজার বাড়ে ঋণ। 
সকল খাতেই শোষণ, শোষকের কালো হাত, 
দুর্ভিক্ষের ত্রাণের নেশায়, শকুনদের উৎপাত। 


কাবিখা যত বৃদ্ধ-ভাতা, বিধবার আঁখি জল, 
নিমিষেই গ্রাসে, নিয়মের গণ্ডি, নিয়তির যত ছল। 
এক আনা কেনা, এক টাকা কর, দেবেনা ভর্তুকি, 
তাহলে তার বিলাসী জীবনে নেমে আসবে ঝুঁকি। 


শত দুর্দিনের সঞ্চয় মাঝে, উচ্চ বিলাসী কর-এ, 
জীবন বীমার ঝুঁকির টাকায়, উহাদের পেট ভরে। 
এক সেতুর, টোল আদায়, হাজার সেতুর টাকা, 
তার টাকশাল উপচে পড়ে, প্রজার পকেট ফাঁকা।
 
হ্যাঁয় হ্যালো হ্যান্ড ফোনে আঠারো টাকা ভ্যাট, 
তিন’শ পঞ্চাশ ঘ্যাঁচাং কাটে, দশ টাকার নেট। 
গ্যাস-বিদ্যুৎ-তেলে, কলিজা যায় জ্বলে, 
চওড়া দামে সার, কৃষকের শস্য রসাতলে। 


ওরা নাদান, ওরা দানব, ওরা হিংস্র খাদক, 
সর্বভোজী, শিকারে মাতে, রক্ত-নেশা-মাদক ।