চাঁদ কুমারী
আলী আমজাদ আল আজাদ


চাঁদ তুমি কতদূরে মোর ঘরে এসো
জোছনা আঁচল পেতে বিছানাতে বসো ।
শত কথা জমে আছে বুকের ভিতরে
বিরহের সুর তোলে সয় না অন্তরে ।
যার কোলে মাথা রেখে বলব গো কথা
সেই আজ পাশে নাই হলো উড়ো পাতা ।
তাইতো ডাকি তোমায় এসো মোর কাছে
হৃদয় নিভৃতে শত কথা জমে আছে ।


রাতভর সঙ্গী হও ধরে থাকো হাত
পুরানো স্মৃতি যেন না করে আঘাত ।
বুঝবে না আজ মোরে তুমি ছাড়া কেউ
বিরহী প্রেমীর বুকে বিরহের ঢেউ ।
বুকে কত জাগে ঘুম এসো চাঁদ তুমি
তোমার আঁচল জুড়ে ঘুমুবো গো আমি ।