দুঃখ ভরা জীবন
আলী আমজাদ আল আজাদ


আনন্দই চলে যাক, দুঃখই আসুক
জীবনের সুখ গুলো,ধুলোয় মিশুক।
অনেক পেয়েছি সুখ,চাইবোনা আর,
বাকীটা জীবন যাক,বয়ে ব্যথা-ভার।


বুক জুড়ে ছিল যারা,আজ তারা নেই,
যার মত সেই গেছে,নিয়ে নিজেকেই।
কখনো ভাবিনি তারা, আমারও কথা,
হৃদয় ব্যাপিয়া তাই,আজও সে ব্যথা।


যন্ত্রণা, দাহ, ঘেরাও, কষ্ট-ই আমার,
স্বর্গ-প্রদীপও সম, ভেবে যাবো তার।
দৈন্যতা করে নেবো,সাথেরও সাথী,
করবোনা কিছুতেই,কোন মাতামাতি।


অতীতের সেই সুখ,চাইবো না আর,
আসুক না কলঙ্ক, সে ও বারে বার।