ফুল কুমারী
আলী আমজাদ আল আজাদ
__________//
বকুল ফুলের মালা দিয়ে
   সাজাই তোমার খোঁপা,
রাঙা চুড়ি রাঙা শাড়ি
   কানে কনক চাঁপা।


নাকে নোলক পায়ে নুপুর
   কন্ঠে বেলীর মালা,
মন ভোলানো রূপে তোমার
   বাড়ায় প্রেমের জ্বালা।


ওগো আমার ফুল কুমারী
   ফুলশ্যযার রাতে,
হৃদ মাজারে আসর সেজে
   গোলাপ দেবো হাতে।


ভালোবাসা বাঁধন দেবো
   রাখবো তোমায় সুখে,
বাঁধা বিপদ আপন শিরে
   তোমায় বেঁধে বুকে।


তোমার রূপে পাগল হয়ে
   মন দিয়েছি আমি,
চাইনি কোনো রূপবতী
   রাজার কন্যা দামী।


সাঁঝের বেলা এসো প্রিয়া
   সাজিয়ে রাখি বাসর,
নতুন সুরে বাজবে সানাই
   জমে উঠবে আসর।


মনে আছে যতো কথা
  বলি আজি তোকে,
মুখ'টা তোর মিষ্টি ভারী
  শ্যাম বলে ঝোঁকে।


কতো কথা বলার থাকে
   হারিয়ে ফেলি ভাষা,
জানি না তোমার কাছে গেলে
   কি হবে বা দশা।