গণজাগরণ
আলী আমজাদ আল আজাদ


গণজাগরন
তুমি প্রিয় কবিতার উপমা, তুমি ছন্দের অন্তমিল,
তুমি বর্ষার প্রথম বৃষ্টি, তুমি লাল পদ্ম ফোঁটা ঝিল।
তুমি ভোর রাত্রির প্রার্থনা,তুমি দুঃখের নদীর ঢেউ,
তুমি সুখের দিনগুলোর শেষে হারিয়ে যাওয়া কেউ।


তুমি শতো শহীদের স্মৃতি, বুকে জমে থাকা ব্যাথা,
তুমি বাঙালি হৃদয়ের আগুন, নাভুলে যাওয়া কথা।
তুমি মুক্তিকামী বাঙালির কন্ঠ, গণমানুষের আশা,
লাখো শহীদের আত্মার আকুতি, বীরাঙ্গনার ভাষা।


তুমি গণ মানুষের ঢল, ইতিহাসের গণ জাগরণ,
তুমি অবুঝ বাঙালির ধর্ম, ক্ষেপে যাওয়ার ধরন।
তুমি মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার আন্দোলন,
তুমি নব উদ্বীপ্ত প্রজন্মের, হৃদয়ের রক্তক্ষরণ।


কোটি মানুষের দ্বীপ্তস্লোগান ভেঙেছে মনের শৃঙ্খল,
গোটা জাতি ঐক্যবদ্ধ,সৃষ্টিহয়েছে গণমানুষের ঢল।