গুণ কুমারী
আলী আমজাদ আল আজাদ
___________//
কাজল কালো আঁখি তোমার
গোলাপ আঁকা ঠোঁটে,
পবিত্র সেই ললাট জুড়ে
সদ্য গোলাপ ফুটে।


মেঘ বরণ খোঁপায় গোজা
পদ্ম ফোটা ফুল,
নাকে নোলক কোমরে বিছা
ঝুলছে কানে দুল।


নাকটি যেন টিয়ার মতো
টিকলো বেশ লাগে,
সাদা দাঁতের মিষ্টি হাসি
দেখলে খুশি জাগে।


চোখের মণি দেখতে যেন
অর্ধ শশি আঁকা,
তোমায় ছেড়ে একটুখানি
জায় না কভু থাকা।


গায়ের রঙ কালো তোমার
কিছু না যায় আসে,
বিপদে পাশে পাই তোমাকে
পরাণ তাই হাসে।


তোমার রূপে পাগল হয়ে
সব কিছু যে ভুলি,
ভালোবাসার দোলায় চড়ে
মনের সুখে দুলি।