সভ্যতা আজ
আলী আমজাদ আল আজাদ


সভ্যতা আজ হারিয়েগেছে
অসভ্যতায় করছে ভিড়,
নগ্নতা আর অশ্লীলতায়
রূপ নিয়েছে মহা অগ্নি'র।


করছে সবাই ফ্যাশন পুঁজা
ফেলছে পিছন ধর্ম'কে, ধিক্কার দেই
এই সমাজের বেহায়াদের কর্ম'কে।
কাপড় পড়েও উলঙ্গ আজ


এই সমাজের যত্তোসব,
পশ্চিমাদের কালচার ও বেশ
করছে কুলষ সজ্জিত ভব।
জ্বলে-পুঁড়ে হচ্ছে যে ছাঁই


সেই দিকে নেই মনোযোগ,
ধ্বংসে গেলে আর পাবেনা
ফিরিয়ে আনার সে সুযোগ।