ইসলাম এই মাটির শিকড়
আলী আমজাদ আল আজাদ

বাংলার মাঠে বাতাসে গন্ধ ধানের,
আকাশে ভাসে আজানের সুরে গান।
জলস্তরের ঢেউয়ে ভেসে আসে কলেমা,
বাংলাদেশে ইসলাম, চিরকাল থাকবে সুরমা।

বাংলার আকাশে আজানের ধ্বনি,
জলের তরঙ্গে ইমানের বাণী।
জমিনে লুকিয়ে আছে সে সত্যের সুর,
বাংলাদেশে ইসলাম, চিরদিনে মশহুর

হয়তো আসবে ঝড়, শাসকের বদল,
শোষকের হাত, অত্যাচারের দগদগে দল।
কিন্তু ইসলাম মিশে আছে মাটি আর জলে,
আল্লাহর নাম বুকে, বিশ্বাস অটল বলে।

এই দেশে সূর্য উঠে বিসমিল্লাহ দিয়ে,
রাত নামে তাহাজ্জুদের নীরব প্রিয়।
মসজিদের মিনারে বয়ে যায় শান্তির ডাক,
বাংলার আকাশে ইসলাম, অবিনশ্বর ঐতিহ্যের ফাঁক।

জল, স্থল, বাতাসে, ঈমানের সুবাস,
শিশুর মুখে প্রথম শব্দে আল্লাহর আশ্বাস।
হয়তো কিছু পাল্টাবে, সময়ে সময়ে,
কিন্তু ইসলাম থাকবে, বাংলার রক্তে-মোয়াসায়ে।