জাগো বিদ্রোহী বীর
আলী আমজাদ আল আজাদ


আর কত কাল থাকবে বাঁধা গোলামীর জিঞ্জীর,
এখনো কি ঘুমিয়ে আছিস যত বিদ্রোহী বীর ?
ঐ শোন শৃঙ্খলিত বন্দীদের শৃঙ্খলের ঝঙ্কার,
কত নিপীড়িত উৎপীড়িতের মাতম-হাহাকার।


বিশ্ব এখনো দণ্ডায়মান দানবশক্তির বজ্রমুষ্টি তলে,
মানবতার মহমারী, সত্যবাদীদের নিধন যজ্ঞ চলে।
নিরাপরাধীরা নিরুপায় হয়ে করছে মৃত্যু আলিঙ্গন,
বিদ্রোহহীন ভূমাটি আজ, সয়েযায় জালিমের শাসন।


কই তোরা ভাই মুক্তিকামী মুক্তি-পাগল মৃত্যুঞ্জয়,
রণক্লান্ত বীর, কর উন্নত শির, হেরিয়া সকল ভয়।
আমাদের ইতিহাস রক্তেরই, ভাঙো দাসত্তের নিগড়,
খোদার উপর খোদাকারী শক্তিকে আজ দলিত কর।


জাগো মুক্তি প্রাণ, ওড়াও সত্য নিশান, ছুটো অগ্নিরাগে,
স্বার্থের শাসনকে শাসন করিতে, লিপ্সা যেন না জাগে।