জলের সৃষ্টি
আলী আমজাদ আল আজাদ


কথা দিয়ে না রাখিলে করলে নানা ছল
ভালোবাসার গাছে যদি ফলে বিষ ফল
জীবন হয় ধোকা
বিষাক্ত এক পোকা
বিষ পড়ে ছড়িয়ে দেহে নামে ব্যথার ঢল
আমার চোখে তখন সৃষ্টি হয় জল।


সঞ্চয় করা টাকা যদি কাটে ইঁদুরে
তখন আর সুখ থাকেনা রঙ্গিন সিঁদুরে
গালে দিয়ে হাত
বধূ কাঁদে রাত
কিছু করার স্বপ্ন যখন হয়ে যায় বিফল
বধূর চোখে তখন সৃষ্টি হয় জল।


ইমামের ছেলে যদি ভাগে নিয়া ফুলি
হাসি ভরা মুখখানি তার ভরে উঠে কালি
গালি দিলে সমাজে
সুখ থাকেনা নামাযে
সুখ ভরা সংসার তখন পায় না খুঁজে তল।
ইমামের চোখে তখন সৃষ্টি হয় জল।


পুরোহিতের ঘরে পেলে গরু গোস্তের ঝোল
তুলসি পাতা ঝরে গেলে,মরে গেলে ফুল
পূজারী দেয় গালি
পুরোহিতের হেঁয়ালি
সমাজ হতে তাড়িয়ে দেয় সেই পূজারী দল
পুরোহিতের চোখে তখন সৃষ্টি হয় জল।


লাঙ্গল টেনে কৃষক যখন ফসল করে চাষ
বানের জলে তলিয়ে গেলে হলে সর্বনাশ
ক্ষেতে জল দেখে
আগুন লাগে বুকে
বাতাস ভরা হুতাশ তখন হারিয়ে যায় বল
কৃষকের চোখে তখন সৃষ্টি হয় জল।