উন্নয়নের জোয়ার
আলী আমজাদ আল আজাদ


রোদ থেমেছে,মেঘ জমেছে,দে ছেড়ে দে গাড়ি
সূর্য ডোবার আগে আগে ফিরব গো ভাই বাড়ি


বৃষ্টি এখন আগের মতো ঝরলে ঝিরিঝিরি
পুকুর-ডুবাও নদী সেজে দেখায় দাদাগিরি


ঝরলে এখন আগের মতো বৃষ্টি রিনিঝিনি
পথে বসে জলের মেলা,জলের বিকিকিনি


আগের মতো বৃষ্টি এখন ঝরলে টাপুর-টুপুর
বাজ পড়েরে,মানুষ মরে,কি রাত কিবা দুপুর


বৃষ্টি এখন টিপটিপটিপ ঝরলে আগের মতো
ছেঁড়া-ফাটা রাস্তা গুলোর ভীষণ বাড়ে ক্ষত


ঝুমঝুমাঝুম আগের মতো ঝরলে এখন বৃষ্টি
বসত ভাসে নদীর ত্রাসে,হয় ঢের অনাসৃষ্টি


চালাও গাড়ি তাড়াতাড়ি,চালাও গাড়ি ভাই
বৃষ্টি হলেই বাড়ি যাওয়ার পথ পাবেনা তাই।