কাব্য কলি
আলী আমজাদ আল আজাদ


১) “সে মরণ শত ভাল,হুশ যখন রয়,
বেহুশে জীবন তোমার,মোটেই ভাল নয়”


২) “কর্ম পূর্বে কীর্তিরে খুঁজো,
নয়তো বা করিতে করিতে তারে বুঝো”


৩) “কি শিখেছো জীবনে সেটা বড় নয়,
হিসাব কর কোন শিক্ষাকে করিয়াছ জয়”


৪) “শত্রু নহে সে,যে করিছে ব্যথা দান,
সেইতো চরম শত্রু,যে করে বন্ধুত্তের ভান”


৫) “সেতো কভু মনের মানুষ নয়,
যার মন কভু করা যায়নি জয়”


৬) “যে বুঝেনি কভু ভালোবাসার মন,
সে কভু প্রেম নয়,শুধুই স্বপন”