কেন? কেন? (২)
আলী আমজাদ আল আজাদ


কেন মুসলমানের দেশে হচ্ছে আলেম উলামার তালিকা?
কেন চুর গুন্ডারা চারপেয়ে যায় তাদের হয়না তালিকা?
কেন ভুয়া সংসদে নারীরা করে উলামাদের টানাটানি?
কেন মাদ্রাসা ও আলেম উলামাদের নিয়ে করে হয়রানি।?
কেন আলেমদের নামে তালিকা হবে মুসলমানের দেশে?
কেন ওরা কি জানেনা এদেশ টা কে খাচ্ছে কারা চুষে?
তবুও কেন আলেমদের দিকে আঙ্গুল তুলে তালিকা টা আজ খুঁজে?


কেন চুর সন্ত্রাস ছেড়ে দিয়ে আলেমের পিছে লাগালাগি
কেন আলেমরা কি দেশ চক্রের তরে করে ভাগাভাগি?
কেন আলেমদের নিয়ে এতো গা ব্যাথা এতো চুলকানি?
কেন আলেমরা কি ক্ষমতার চেয়ার নিয়ে করে টানাটানি?
কেন আলেমের প্রতি এতো বিষাদ এতো ঘৃণাভরা হিয়া?
কেন আলেমরা কি এদেশে তাকে মুখবুঝে  ভাড়াটিয়া ?


কেন ক্ষমতার দাপটে খুনি-লম্পট, ধর্ষক পায় ছাড় ?
আবার জোড় পূর্বক স্বীকারোক্তির, জন্য অত্যাচার ।
কেন খাদ্য দ্রব্যর মূল্য বৃদ্ধি, পাগলা ঘোড়ার মত ?
কেন বেতন-ভাতা পায়না বৃদ্ধি, মূল্য বাড়ে যত ?
কেন ডাস্টবিনের পচা ঝুটা, খাচ্ছে মানুষ আজি ?
কেন জনতার বন্ধু পুলিশ করছে, হরদম চাঁদাবাজি ?


কেন বিরোধী দলের এত হাহাকার, দেশের প্রতি টান ?
আবার সেই দলটিই ক্ষমতায় গেলে, নিচ্ছে প্রজার প্রাণ।
কেন গ্যাসের চুলা জ্বলছে নিত্য, সারা দিন রাত ভরে ?
কেন রাজার দোষে কাঁদছে প্রজা, সারাটা জনম ধরে ?
কেন ধর্মীয় বিশ্বাসে আঘাত হানতে, নাস্তিক হয় অস্থির ?
কেন ঈমান নিয়ে করছে খেলা, লাখো ভণ্ড পীর ?


কেন ডাস্টবিন জুড়ে পাচ্ছে সদা, নব জাতকের লাশ?
কেন সাংবাদিক জিম্মি হয়ে, করে মিথ্যা তথ্য ফাঁস?
কেন পাবলিক মেরে করছে পালন, হরতাল-অবরোধ?
কেন শিক্ষিতরা আজ হিংস্র-খেকোবিকৃত মূল্যবোধ?
সবাই কি আজ বিবেক হারা, বিবেকবান কি দেশে নাই?
উঠরে জেগে, আলোর বেগে, আয় বিবেক বাঁচাই।