কবির রূপ
আলী আমজাদ আল আজাদ


গল্প দিয়েই মেটাতে হয়
     বাস্তবতার দাম,
কবি হয়ে পাল্টায় শুধু
    চরিত্রদের নাম।


নানান রকম রূপ ধরে
    করে অভিনয়,
রঙ মেখে সঙ সেজে
    বাস্তবতা ময়।


সত্যি ছাড়া মিথ্যা অচল
    লেখা ভীষণ দায়,
একের মাঝে হাজার ছবি
     কলম নিরুপায়।


ছন্দতত্ববিদ কবিদের জীবন
    এমন একটা অধ্যায়,
যার প্রতিবিম্ব ফুটে ওঠে
     সিনেমার পর্দায়।


জীবন নামের রঙ্গ মঞ্চে
   চরিত্রের নেই শেষ,
তাহার মাঝে অভিনয়েই
   যাচ্ছে জীবন বেশ।