কলি যুগের কলি
আলী আমজাদ আল আজাদ


কলি যুগে কতো কলি
    করে কোলাকোলি,
নিত্য দেখি পথের বাঁকে
.  ঝরছে কতো কলি।


টোকাই নামে ডাকছে সবে
       হাঁটছে রাস্তা ধরে,
ছেঁড়া জামা ময়লা কাপড়
       গায়ে তারা পড়ে।


যাদের কাছে থাকার কথা
      বই-খাতা খেলনা,
তারা এখন এই সমাজে
      হয়ে গেছে ফেলনা।


অনুভূতির স্নেহ পায় না
    পথেই থাকে পড়ে,
ওদের মতো অনেক মুখ
    অকালে যায় ঝরে।


এমন কলি হাজার হাজার
    যদি সুযোগ জুটতো,
সকল কলি পুষ্প হয়ে
    সুন্দর হয়ে ফুটতো।