খোদার দিদার পেতে
আলী আমজাদ আল আজাদ
>>>>>>><<<<<<<<<<
খোদার দিদার পেতে ঘুরি পথে পথে,
কোরআনের বাণী, রসূলের হাদিস নিয়ে হাতে ॥


মরুভূমি প্রান্তর মক্কা মদিনা,
রসূলের আবাস্ ভূমি দ্বীনের ঠিকানা।
যে প্রান্তে জন্মেছে আমার রসূল,
আমি এক পাগল পথিক, পাই না তো কুল ।
প্রতি দিন প্রতি রাতে ফরমান নিয়ে হাতে,
কবে পাব খোদার দিদার নবীজি¦র সাক্ষাতে॥


আকাশে বাতাসে ভাসে আয্ানের সুর,
নবীর কল্মো জানি বেহেস্তের নুর।
তাই লয়ে আমি খুঁজি পথে পথে,
আমি এক ক্লান্ত পথিক, কেউ নেই সাথে॥


তবু আমি আছি এক প্রেম ভালোবাসায়,
খোদার দিদার পাব-এইটুকু আশায়।
জানি না কবে হবে খোদার দিদার,
এইটুকু করুনা কর Ñ তুমি খোদা আমার।
তোমাকে পাবার আনন্দে আমি উঠি মেতে,
আমি এক ক্লান্ত পথিক, পথ হারিয়েছি পথ॥