লজ্জাবতী
আলী আমজাদ আল আজাদ
___________√√
লজ্জাবতী ঘোমটা রাণি আচল মাথায় টানে,
মৃদু মৃদু হাসি উঠে আড় চোখেতে চেয়ে,
আমি শুধু যাচ্ছি ভেসে তার লাজেরই স্রোতে,
ক্রমেই আমি কোথা যাই সেই হাসিতে ভেসে?


বাঁচবো কিনা মরবো আমি এই জলেতে ডুবে?
এখন বিষণ লাগছে আমার - আরো দূরে নেরে!
এই মায়ারই এমন ধারা - হবে পাগল পারা,
দেখলে তুমি অবাক হবে - আমার বুকের দ্বারা

আমার বুকে সেই ছবিটা রক্ত কালি মাখা,
লাজুক মেয়ে তোলে সুর - শুনবে দোতারা,
বেহালারই সুর শুনিলে আসবে শিতলতা,
মনে মনে কেঁদে দিবে বুঝলে সরলতা।


লজ্জাবতি হেটে যায় মাটির পানে চাহি,
অনুরাগে যাবে তুমি - আমার মত ভাসি,
যখন তারে দেখতে যাবে তাদের খালি বাড়ি,
চারি পাশে অবাক দোলা ধরবে তোমায় চাপি,
মনের মাঝে শিহরিবে তারি মুখ খানি,
গভীরতায় সরলতায় দিবে গহিন পাড়ি।