মেঘ কুমারী
আলী আমজাদ আল আজাদ


মেঘ কুমারী,
তুই মেঘের বাড়ী থাকিস
কত মেঘই গায়ে মাখিস!
মেঘের ভেলায় বর্ষা মেলায়
সুপ্ত স্বপন আঁকিস!
,
মেঘ কুমারী,
একদিন আয়না আমার ঘরে
তোর মেঘের ডানায় চরে
মেঘের বাড়ী দেব পাড়ি
মেঘ বরষার ঝরে!
,
মেঘ কুমারী,
তুই মেঘের লীলাবতী
তুই মেঘ কুড়ানো মতি
মেঘের মায়ায় সিক্ত ছায়ায়
মেঘের মহারথী!
,
মেঘ কুমারী,
একবার নিবি তর ঐ ঘাটে?
আমি হাঁটবো মেঘের বাটে
মেঘ উঠোনের পদ্ম হয়ে
হাসবো তরই নাটে৷
,
মেঘ কুমারী,
তুই চাঁদের দেশের মেয়ে!
চাঁদ অবুঝ তোকে পেয়ে
চাঁদের বুড়ীর রুপার নুড়ি
জোৎস্না পড়ে বেয়ে!
,
মেঘ কুমারী,
আমি যাব চাঁদের বাড়ী
তুই করলে করিস আড়ি
চাঁদের পাহাড় নদী বাহার
সবই দেব পাড়ি!
,
মেঘ কুমারী,
তুই চাস কি মেঘের ঘুড়ি
খোপায় পড়বি মেঘের কুড়ি?
মানটা চুকে আয়না বুকে
কেন,করিস লুকোচুরি?
,
মেঘ কুমারী,
তুই ফিরবে কবে ঘরে?
তোর আশায় লোচন ঝরে
মেঘকে বলে আয়না চলে
এই অভাগার তরে!