মৃত্যুর কোন গ্যারান্টি নেই
আলী আমজাদ আল আজাদ
________//
সৃষ্টির ওয়াদা ভুলেছে মানুষ এসে রঙের পৃথিবীতে, রঙ্গ লীলায় করছে গুনাহ পাপ কর্মে মেতে।


অর্থ নেশায় মাতাল তুমি ভাবছো অমর নিজে
মহারাজাও রেহাই পাবে না যতই সাঁজো ডিজে।


আয়ু তোমার কমছে শুধু চুলে ধরেছে পাক,
কখন যে ডাকবে মৃত্যু বন্ধ হবে কন্ঠবাক।


চুলে কলপ দিয়ে মানুষ বয়স রাখছো ভুলে,
ইবাদতের বয়স করছো পার শয়তানের নানা ছলে।


আজকে তুমি কোরআন পড়লে দানশীল কখন হবে, কোরআনের সাথে দানের টাকাই
আমল নামায় রবে।


কালকে তুমি পড়বে নামাজ পরের বছর রোজা,
হঠাৎ তোমার আসলে মরণ পরকালে হবে সোজা।


দুনিয়াটা পুতুলের খেলা একদিন হবে শেষ,
যেতে হবে সব ছেড়ে যেথায় আপন দেশ।


থাকতে সময় হও হুশিয়ার মানব করো হুশ,
আজরাঈল তো খাবে না কভু
নেতার মত ঘুষ।


মৃত্যু যে কার আসবে কোথায় গ্যারান্টি তার নাই,
ধর্মে কর্মে সকল সময় শুদ্ধ থাকা চাই।