নারীকে চেনা দায়  
আলী আমজাদ আল আজাদ


নারী হলো নানা রূপি মনে ভরা ছল
কথায় কথায় ফেলে তাঁরা শুধুই চোখের জল,
অত সহজ নয়তো চেনা নারীরও মন
মনে রেখো মনটা ওদের গভীর কোন বন।


নারীর মনটা রহস্যময় বুঝা বড় দায়
ক্ষণে নীল ক্ষণে শাদা অভ্র রূপে যায়,
মায়ের মনটা কোমল অতি বউয়ের পাথর হয়
মেয়ের মনটা মায়া ভরা বোনের কাতর রয়।


নারীই পারে ঘর সাজাতে নারীই ঘরের সুখ
নারীর মনে ব্যথা দিলে নেমে আসে দুখ,
হাসতে পারে কাঁদতে পারে তবু থাকে চুপ
নারী পারে ভালোবাসতে নারীই লক্ষ্মীর রূপ।